Student Death: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু। ABP Ananda Live
North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু (Student Death)। মালদার (Malda) গাজোলে বাড়ির বাথরুম থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। র্যাগিংয়ের (Ragging) অভিযোগে সরব পরিবার। '৬ অক্টোবর হস্টেল থেকে বাড়ি ফেরার পর থেকেই ডিপ্রেশনে ভুগছিলেন উত্তম মারডি'। 'ইন্ট্রো দিতে হয়, আর যাব না হস্টেলে'। বাড়ি ফিরে জানিয়েছিলেন উত্তম, দাবি পরিবারের। মাত্র ২দিন ছিলেন উত্তম, ক্যাম্পাসে কিছুই হয়নি, দাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের। পরিবারের অভিযোগ পেলে আইন মেনে ব্যবস্থা, জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বপনকুমার রক্ষিত (Swapankumar Rakkhit)