Murshidabad Student Death: মুর্শিদাবাদে প্রথম বর্ষের তরুন ফার্মাসি পড়ুয়ার রহস্যমৃত্যু | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মৃত্যু হল মুর্শিদাবাদে প্রথম বর্ষের ফার্মাসি পড়ুয়ার । রঘুনাথগঞ্জে বেসরকারি ফার্মাসি কলেজের হস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ। মালদার ইংরেজবাজারে যদুপুরের বাসিন্দা তৌহিদ করিম। পরিবারের দাবি, ১৯ বছরের ফার্মাসি পড়ুয়াকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত ১২ অগাস্ট রাতে তৌহিদের শেষবার কথা হয় পরিবারের । বাবাকে পরের দিন হস্টেলে আসতে বলেন ওই পড়ুয়া। কিন্তু ১৩ তারিখ সকাল থেকে ছেলের ফোনে সাড়া মেলেনি। বাবার দাবি, হস্টেলের মেঝেতে পড়েছিল দেহ। ছেলে আত্মহত্যা করেছে বলে জানায় সহপাঠী। পুলিশও অভিযোগ নিতে চায়নি বলে মৃত পড়ুয়ার পরিবারের দাবি। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সিজিও-তে পৌঁছলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সকাল ১০টা নাগাদ বেলেঘাটার বাড়ি থেকে বেরোন সন্দীপ ঘোষ। এদিন অ্যাপ ক্যাবে চড়ে পিছনের গেট দিয়ে CGO কমপ্লেক্সে ঢোকেন তিনি। গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন, বিষয়টি বিচারাধীন, তাই বেশি কিছু বলব না। জানিয়েছেন RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram