Durga Puja 2023 : মশলা দিয়ে তৈরি মণ্ডপ, এবিপি আনন্দ শারদ সম্মান উপাদান বৈচিত্রে সেরা সল্টলেক একে ব্লক
Continues below advertisement
এবার উপাদান বৈচিত্রে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান ( ABP Ananda Sharad Samman ) জিতে নিয়েছে সল্টলেক একে ব্লক ( Saltlake AK Block ) । হলুদ, জিরে, এলাচ, ধনে কিংবা জায়ফল, জৈত্রী, রোজকার হেঁশেলের মশলাপাতি দিয়ে সেজে উঠেছে এই মণ্ডপ। তাদের থিম মশলার সাতকাহন। এবার ৩৬ বছরে পড়ল সল্টলেক একে ব্লকের পুজো।
Continues below advertisement