Mamata Banerjee:'বলছে ইন্ডিয়া নাম বাদ দাও, এত ভয় কেন?' প্রশ্ন মমতার
'লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি, কিছু রাজ্যে ভোট আছে। রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতেও তল্লাশি হয়েছে। যারা কেন্দ্রীয় এজেন্সির মাথায় ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশ চলবে, যখন তখন আইন বদলে দিচ্ছে। স্ট্যান্ডিং কমিটিতে মাত্র কয়েকজন বিরোধী সদস্য, বাকি সবাই কেন্দ্রীয় সরকারের সদস্য। হঠাৎ করে সার্কুলার পাঠাচ্ছে সব জায়গা থেকে ইন্ডিয়া নাম বাদ দাও। এত ভয় কেন, এবার যদি ভারত নাম দেওয়া হয়, তাহলে কী করবে ?' প্রশ্ন মমতার
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS I.N.D.I.A Alliance Mamata Banerjee Attacked Central