Suvendu Adhikari : ' জলপাইগুড়ি আসতে চলেছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা চোর ' শুভেন্দুর সভার আগে তৃণমূলের প্রচার !

Continues below advertisement

 ' একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি ( Jalpaiguri ) শহরে আসতে চলেছেন ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথিতযশা, ক্ষ্যাতনামা চোর ' জলপাইগুড়ি শহরে চোখে পড়ল তৃণমূলের একটি প্রচার অটো! আর তাতেই এই ঘোষণা। উত্তরবঙ্গে আজ বিজেপির সভা। সভার প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। ১৩ সেপ্টেম্বরের নবান্ন অভিযানের পরিকল্পনা রয়েছে বিজেপির।  প্রচারে, শুক্রবার জলপাইগুড়িতে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে হয় গেরুয়া সমর্থকদের মিছিলও। তবে বিজেপির এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই, রাজনীতির পারদ চড়তে শুরু করেছিল জলপাইগুড়ি  শহরে। তৃণমূল সকাল থেকেই বিজেপির মিছিলের বিরুদ্ধ প্রচার করে। প্রচার পদ্ধতিও ছিল অভিনব। কখনও ঢাক বাজিয়ে, ছোট পথসভা করে, আবার কখনও অটোতে করে মাইকে প্রচার করে তৃণমূল। এক যুব তৃণমূল নেতাকে মাইকে ঘোষণা করতে শোনা যায়, ' একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি শহরে আসতে চলেছেন ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথিতযশা, ক্ষ্যাতনামা চোর শুভেন্দু অধিকারী, জলপাইগুড়ি শহরে ভারতবর্ষের ডাকাত দলের সদস্যদের নিয়ে একটি নাটক পরিবেষণ করবেন।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram