Nabanna Abhijan: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি কী করে পারেন এইগুলো?', প্রশ্ন লকেটের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'এটা খুবই লজ্জার কথা। যেভাবে আমাদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হয়েছে তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। একটা মহিলার বিচার হয়নি, তার কারণে আন্দোলনে নেমেছে, তাদের সকলের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে', মন্তব্য লকেটের। 

আরও খবর, নবান্ন অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেখাব বিজেপির নবান্ন অভিযান হলে কী হতে পারে ! তখন এইসব ব্যারিকেড কিছু থাকবে না। এদিন সুকান্ত মজুমদার বলেন, এই আন্দোলন স্বৈরাচারীকে হারানোর আন্দোলন। এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্না করব ঠিক করেছিলাম। আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি। সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি শুরু হবে। পুলিশ আমাদের অনুমতি দেয়নি ধর্মতলায় ধর্ণা করার।কোর্টের অনুমতি নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্না চালু করব। এবং মেডিক্যাল হেল্প দেওয়ার জন্য আজকে যে হেল্প লাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বার-কে আমরা পুনরায় চালু করছি। এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যেকোনও ধরণের মেডিক্যাল হেল্প ও লিগাল হেল্প, ছাত্র ও যেসকল পরিবারের লোকেরা বাইরে আছে তাঁদের জন্য.... পুলিশ প্রচুর ছাত্রকে গ্রেফতার করেছে, তাঁদের লিগাল হেল্প দেওয়ার জন্য হেল্প লাইন চালু করা হচ্ছে। পরিবার থেকে ফোন করে আপনারা লিগাল ও মেডিক্যাল সহায়তা চাই পারেন।'তিনি আরও বলেন, এটাকে গণতন্ত্র বলে ? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আগামীকাল ১২ ঘণ্টার বনধকে সর্বাত্মক বনধে পরিণত করুন।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram