Nabanna Abhijan: রাস্তায় বসে পড়ে বিক্ষোভ, লাঠির সামনেও মাথা নত না করার হুঁশিয়ারি আন্দোলনকারীদের
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। একের পর এক গার্ডরেল ভাঙলেন আন্দোলনকারীরা। নবান্ন অভিযান রুখতে পুলিশের জল কামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে তুলকালাম। হাওড়া ময়দানে বিক্ষোভকারীদের পাল্টা মারে পিছু হটল পুলিশ।
Tags :
Nabanna RG Kar Medical College And Hospital Nabanna Abhijan RG Kar Protest MAMATA BANERJEE RG Kar News RG Kar Nabanna Abhijan Paschimbanga Chatra Samaj RG Kar Nabanna Protest