Nabanna Abhijan: নবান্ন অভিযান না সমাজবিরোধীদের অভিযান, তীব্র আক্রমণ কুণাল ঘোষের
ABP Ananda Live: আজকের অরাজকতা দিল্লি নিয়ন্ত্রণ। এটা একটা বড় চক্রান্ত। এটা নবান্ন অভিযান না সমাজবিরোধীদের অভিযান। প্রথম কাজ ছিল ব্যারিকেড ভাঙা। আমাদের নবান্ন যেতে দিতে হবে। এটা আন্দোলন ? সভা নেই, মঞ্চ নেই , বক্তৃতা নেই , মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে। একাধিক পুলিশ কর্মী জখম। মুখোশ খুলে গেছে বিজেপির। মামলা সুপ্রিম কোর্টে, আন্দোলন হবে কলকাতায়। পুলিশ কিন্তু গুলি চালাইনি , পুলিশ গায়ে রক্ত মেখেছে। তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের।
আরও খবর, ধর্মতলা থেকে ইডেন গার্ডেন্স এর দিকে প্রায় ১০ থেকে ২০ হাজার লোকের জমায়েত তৈরি হয়েছে। আজকের দিনের সবথেকে বড় মিছিল বেড়িয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। একের পর এক গার্ডরেল ভাঙলেন আন্দোলনকারীরা। নবান্ন অভিযান রুখতে পুলিশের জল কামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে তুলকালাম। হাওড়া ময়দানে বিক্ষোভকারীদের পাল্টা মারে পিছু হটল পুলিশ।