Nabanna March: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে সামিল মহিলা, প্রবীন, বৃদ্ধরাও

Continues below advertisement

ABP Ananda Live: কলেজ স্ট্রিট থেকে সাঁতরাগাছি, ফোরশোর রোড থেকে MG রোড। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বানে আজকে যারা নবান্ন অভিযানে সামিল হন, তাঁদের মধ্য়ে মহিলা এবং তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্দোলনে সামিল হন প্রবীন, বৃদ্ধরাও। সকলের দাবি একটাই, আর জি কর-কাণ্ডের বিচার চাই। 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে, মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ চেয়ে, নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। সেই আন্দোলনে দেখা গেল এই ছবি...আন্দোলনের অনেকটা অংশ জুড়ে ছিলেন মহিলারা। পুলিশের জলকামান প্রতিহত করতে পারলনা প্রতিবাদী তরুণীকে। প্রবল জলের ঝাপটার সামনে দাঁড়িয়ে আর জি কর কাণ্ডের বিচার চাইলেন বৃদ্ধ। পুলিশের বাধার মুখে কার্যত প্রতিবাদ গড়ে তোলেন নারীরা। আন্দোলনরত মহিলাদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। স্বয়ং ডিসি ধরপাকড় করা শুরু করেছে। ইন্দিরা মুখোপাধ্য়ায় ধরপাকড় করছেন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram