Nabojowar: নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটি নিয়ে ফের কারচুপির অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhisekh Banerjee) নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটি নিয়ে ফের কারচুপির অভিযোগ। আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে ভোট চলাকালীন এই অভিযোগ ওঠে। গোপন ব্যালটের ফটো কপি করে তা আগেভাগে পূরণ করে ব্যালট বাক্সে ফেলা হচ্ছিল বলে অভিযোগ। বাধা দেন ভোট পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার এক মহিলা কর্মী। ভোট চলাকালীন হরিণখোলা এক নম্বর অঞ্চলের সভাপতি ভোটবাক্সের পাশে দাঁড়িয়ে ছিলেন বলেও অভিযোগ। একথা জানতে পেরে ওই তাঁবুতে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধও করে দেওয়া হয়। 'এটি একটি বিচ্ছিন্ন ঘটনা'। 'কোথাও এরকম ঘটে থাকলে সেখানে পুনরায় ভোট নেওয়া হবে', দাবি কুণাল ঘোষের।