Nadia: নবদ্বীপে তৃণমূল কাউন্সিলরের ওপর সশস্ত্র দুষ্কৃতীদের হামলা।Bangla News
নদিয়ায় তৃণমূল কাউন্সিলরের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত পৌনে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে নবদ্বীপের ফাঁসিতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য যখন পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন, তখনই এই ঘটনা ঘটে। আচমকা তাঁকে রাস্তার মধ্যে ঘিরে ধরে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। তবে সে সময় কাউন্সিলরের সঙ্গীরা বাধা দিলে দুষ্কৃতীরা একটি আগ্নেয়াস্ত্র ফেলে পালায়। রাতেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। পরে পুলিশ ৩ জনকে আটক করে।
Tags :
TMC ABP Ananda Nadia ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ TMC Councilor Nabadwip এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ