Kalyani News: নদীয়ার কল্যাণীতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। SC মোর্চার রাজ্য কমিটির সদস্যর ওপর হামলা
ABP Ananda Live: নদীয়ার কল্যাণীতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। SC মোর্চার রাজ্য কমিটির সদস্য শ্রীনিবাস মণ্ডলের ওপর হামলা। চেয়ারের পায়া দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পালের নেতৃত্বেই হামলার অভিযোগ। শ্রীনিবাসের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেন মণ্ডল সভাপতি। কল্যাণী থানায় দুপক্ষের অভিযোগ দায়ের হয়েছে। মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পালসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Kolkata Weather)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। আর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।