Nadia Murder: ৪০ ঘণ্টা পর, নদিয়ার তৃণমূল নেতা খুনে গ্রেফতার এক
৪০ ঘণ্টা পর, নদিয়ার তৃণমূল নেতা খুনে গ্রেফতার এক। গতকাল গভীর রাতে নদিয়ার থানারপাড়া থানা এলাকার পরাণপুর গ্রাম থেকে ইসরাফিল শেখকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। ১০ জনের বিরুদ্ধে এফআইআরে নাম নেই ধৃতের। পুলিশের দাবি, তৃণমূল নেতা মতিরুল ইসলামকে খুনের পিছনে একটি গ্যাং রয়েছে।
Tags :
Police Nadia Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Nadia Murder ABP Ananda Bengali News District