Nadia News: নদিয়া থেকে গ্রেফতার ১৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, রয়েছে ৫ জন শিশুও | ABP Ananda live

ABP Ananfda Live: নদিয়া থেকে গ্রেফতার করা হল ১৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে ৫ জন শিশুও। সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার পর, গুজরাতে গিয়ে কাজ করছিল বাংলাদেশি এই অনুপ্রবেশকারীরা। গুজরাত থেকে ধানতলায় ফিরে আসার পরই তাঁদেরকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ।

 

ইউটিউবার জ্যোতির নিরাপত্তায় AK47 হাতে রক্ষী পাকিস্তানের ! নতুন ভিডিয়ো খতিয়ে দেখছেন গোয়েন্দারা

ইউটিউবার জ্যোতি মালহোত্রা (YouTuber Jyoti Malhotra) - রাতারাতি এই ইউটিউবার, ভ্লগারের নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। হরিয়ানার তরুণীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির (Espionage) অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে। তদন্তে যে সমস্ত বিস্ফোরক তথ্যপ্রমাণ উঠে এসেছে, তার ভিত্তিতে ইতিমধ্যে জ্যোতিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)- এর 'অ্যাসেট'-ও বলছেন তদন্তকারীদের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত কোনও গুপ্তচর সংস্থা যখন কাউকে দিয়ে অন্য দেশে গুপ্তচরবৃত্তি করায়, তাঁদেরকে ওই সংস্থার তরফে 'অ্যাসেট' বলেই অভিহিত করা হয়। ইতিমধ্যেই ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) পাঠানো হয়েছে জ্যোতিকে। আর সেই সঙ্গেই প্রকাশ্যে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola