Nadia News: কালীগঞ্জে ভোট-হিংসা! কুপিয়ে খুন বিজেপি কর্মীকে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: রাজ্য়ে ফের ভোট হিংসার ঘটনা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল। ভোট পরবর্তী হিংসার জেরেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের নাম হাফিজুর শেখ, বয়স বছর ৩৫। অভিযোগ, বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। 

কালীগঞ্জের পঁচা চাঁদপুরের রেললাইন পাড়ার বাসিন্দা হাফিজুর। তাঁর বাড়ির অদূরে ঘটনাটি ঘটেছে বলেছে অভিযোগ। শনিবার সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে খুন করা হয় বলে দাবি।  ঘটনার পর কালীগঞ্জ থানা ও নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে আসেন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস। তাঁর কাছে দোষীদের গ্রেফতারের দাবি জানায় পরিবারের লোকজনেরা। নিহতের ভাই জয়নুদ্দিন মোল্লা জানিয়েছেন, 'লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেয়, সেই জন্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার ভাইকে খুন করেছে।' নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস বলেছেন, 'বিজেপি করার অপরাধে এই খুন হতে হলো, তৃণমূল নেতৃত্ব এই ঘটনা ঘটিয়েছে, তৃণমূল এলাকা জুড়ে সন্ত্রাস করছে এটা তারই প্রতিফলন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram