Nadia News: কৃষ্ণনগরের জলঙ্গি নদীতে ধরা পড়ল কুমির! ABP Ananda Live
West Bengal News: তার জন্য মাছ ধরতে যাওয়া বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। নদীতে নেমে স্নান কিংবা পা ভেজাতেও ভয় পাচ্ছিলেন সাধারণ মানুষ। অবশেষে ধরা পড়ল সেই 'আতঙ্ক'। নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের (Krishnanagar) জলঙ্গি নদী থেকে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির (Crocodile)। যা আতঙ্কে একদিন থরহরিকম্প ছিলেন সাধারণ মানুষ থেকে স্থানীয় মৎস্যজীবী সকলেই। শেষ পর্যন্ত সাধারণ মানুষ ও বন দফতরের প্রচেষ্টায় ধরা পড়ল সেই বিশাল আকার কুমির।
বেশ কিছুদিন ধরে জলঙ্গি নদীর তীরে থাকা বাসিন্দারা জানাচ্ছেন মাঝেমধ্যে তাঁরা নদীতে কুমির দেখতে পাচ্ছিলেন। বেশ কয়েকবার মৎস্যজীবীরাও দেখতে পায় ওই কুমির। স্থানীয় প্রশাসনকে জানানো হয়। খবর দেওয়া হয় বনদফতরেও। কিন্তু স্থানীয় প্রশাসন এবং বনদফতরকে (Forest Department) খবর দেওয়া হলেও তৎক্ষণাৎ কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। খবর পেলেও সঙ্গে সঙ্গে বনদফতর কোনওরকম পদক্ষেপ করেনি বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। দিনরাত কুমির আতঙ্ক মৎস্যজীবীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক স্থানীয় মৎস্যজীবী বলেন, 'গ্রামবাসীরা আতঙ্কিত নদীতে স্নান করতে পারছিল না। আমরা চাইছিলাম বনদফতর যেন তাড়াতাড়ি কুমির ধরে। অনেকবার দেখা গিয়েছিল কুমিরটাকে।'