Nadia News:নদিয়ায় ভোটার তালিকা নিয়ে বিতর্ক, নিশানা বিজেপির
ABP Ananda Live: নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রীর নাম রয়েছে দুই বিধানসভার ভোটার তালিকায়। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। বিতর্কের কেন্দ্রে তৃণমূল পরিচালিত কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শেফালি খাতুন। ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে নাকাশিপাড়া ও কালীগঞ্জ বিধানসভায়। তৃণমূলের নেত্রীর দাবি, শ্বশুরবাড়ি নাকাশিপাড়া হলেও তিনি কালীগঞ্জের দেবগ্রামে থাকেন। নাকাশিপাড়ার ভোটার তালিকা থেকে নাম কাটানো হলেও, বাদ পড়েনি জেনে তিনি বিস্মিত। সোশাল মিডিয়ায় বিষয়টি দেখে ফের নাম কাটানোর জন্য আবেদন জানিয়েছেন। প্রশাসনিক পদে আছেন, অথচ জানতেন না দু’ জায়গায় ভোটার তালিকায় নাম থাকার কথা? পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। উল্টোডাঙায় 'ভূতুড়ে' ভোটার খুঁজতে গিয়ে আসল ভোটারদের প্রশ্নের মুখে তৃণমূল কাউন্সিলর। প্রকৃত ভোটারদের নাম তালিকায় না থাকার অভিযোগ। 'ভূতুড়ে' ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কাউন্সিলর।