Kalyani Fire Incident: রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। ফের প্রাণহানি। এবার নদিয়ার কল্যাণীতে
ABP Ananda Liv: রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। ফের প্রাণহানি। এবার নদিয়ার কল্যাণীতে। জনবসতি এলাকায় বাজি কারখানায় মৃত্যু হল চারজনের। জখম হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুর পৌনে ২টো নাগাদ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে কল্যাণীর রথতলা এলাকা। একেবারে জনবহুল এলাকায় এই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পরেই চারদিকে ধোঁয়া, পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। তার মধ্যে থেকেই বের করা করা হয় একের পর এক ঝলসানো মৃতদেহ। তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা ? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে।
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder