Nadia: লাল নাটকে আপত্তি তৃণমূলের, বিরোধিতা সহ্য করতে পারে না সরকার; সমালোচনায় বিরোধীরা
লাল নাটকে আপত্তি তৃণমূলের। প্রতিক্রিয়া নাট্যব্যক্তিত্বও নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ের। রাজনীতির কোপ, মন্তব্য নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনের। বিরোধিতা সহ্য করতে পারে না সরকার, সমালোচনায় বিরোধীরা, অস্বীকার শাসকের।