Nadia Rape: 'BJP-র তরফে যে সমস্ত মন্তব্য করা হচ্ছে, তা সমর্থন করি না', হাঁসখালির ঘটনা প্রসঙ্গে অধীর।Bangla News
"অত্যন্ত নক্কারজনক ঘটনা। আর রাজ্যপাল যা বলেছেন তা তো ঠিক। প্রশাসনিক আধিকারিকরা শাসকদলের হয়ে কাজ করেন এ তো এখন সর্বজনবিদিত। তবে বাকি বিজেপির তরফে যে সমস্ত মন্তব্য আসছে, তা সমর্থন করি না। এতই যদি তাদের বিরোধীতার জোর থাকে, তবে আমরা বহুবার বলেছি ৩৫৫ ধারা জারি করা হোক।", মন্তব্য অধীর চৌধুরীর(Adhir Chowdhury)।
Tags :
BJP Congress Rape Adhir Chowdhury Nadia ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ BJP