Nadia : ‘ব্যারিকেড’-এ এবার শাসকের ‘ব্যারিকেড’-এর অভিযোগ ! সমালোচনার ঝড় বিভিন্ন মহলে
‘ব্যারিকেড’-এ এবার শাসকের ‘ব্যারিকেড’-এর অভিযোগ! নদিয়ার নবদ্বীপে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে উৎপল দত্ত রচিত এই নাটক মঞ্চস্থ করতে না দেওয়ার অভিযোগ চাকদা নাট্যজনের। ফের শাসকের রোষে নাটকের দল? সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। পুরসভার দাবি, নাটকের জন্য কোনও অনুমতিই নেওয়া হয়নি।