Alok Ananda Samman: নৈহাটির বড়মার পুজো পেল এবিপি আনন্দর সেরা পুজোর আলোক আনন্দ সম্মান। ABP Ananda Live

Kali Puja 2023: নৈহাটির বড়কালী সমিতি ট্রাস্টের কালীপুজোর (Kali Puja 2023) এবার শততম বর্ষ। এই পুজো নৈহাটির (Naihati) বড়মার (Boro Maa) পুজো বলে পরিচিত। বিশালাকার প্রতিমার উচ্চতা ২২ ফুট। ১০০ ভরি সোনা ও ২০০ ভরি রুপোর অলঙ্কারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণ কালী প্রতিমা। মায়ের কাছে কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হয়। এই আশায় কালীপুজোর দিন হাজারো মানুষের ভিড়। নৈহাটির বড়মার পুজো পেল এবিপি আনন্দর সেরা পুজোর আলোক আনন্দ সম্মান। ABP Ananda News

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola