Najare 9: একনাথ-উদ্ধব দ্বন্দ্বে টালমাটাল মহারাষ্ট্র, অসমে শিবির শিন্ডে অনুগামীদের, তৃণমূলের বিক্ষোভ। Bangla News

Continues below advertisement

মহারাষ্ট্রের মসনদে কে? বিধায়কদের সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন শিণ্ডের। গুয়াহাটি গেলেন আরও ২ বিদ্রোহী। উদ্ধবের বৈঠকে মাত্র ১৩জন হাজির। সুরাতে মধ্যস্থতাকারী হিসেবে যাওয়া বিধায়কও ‘বিদ্রোহী’! সক্রিয় বিজেপিও। অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন ফড়নবীশ। ইস্তফা নয়, বিধানসভায় শক্তি প্রমাণে তৈরি হচ্ছে এনসিপি। নেপথ্যে হাত নেই বিজেপির, দাবি অজিতের। ভিন্ন সুরে চক্রান্তের সওয়াল পাওয়ারের> পতনের মুখেও শিণ্ডেকে হুঁশিয়ারি সঞ্জয় রাউতের। যা করার জোটকে জানিয়ে করুন, পাল্টা ভুজবল। রাষ্ট্রপতি ভোটে সংখ্যা নেই, তাই সরকার ভাঙার চক্রান্ত। মহারাষ্ট্র সঙ্কট নিয়ে বিজেপিকে আক্রমণে মমতা। গেরুয়া শিবিরের খেলা, খোঁচা কংগ্রেসেরও। বন্যায় ভাসছে অসম, মহারাষ্ট্রের বিদ্রোহীদের নিয়ে কেন ব্যস্ত মুখ্যমন্ত্রী? প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। পুলিশ খেললে মুশকিল, হুঁশিয়ারি বিজেপির। সিবিআইয়ের পর কয়লাপাচারকাণ্ডে এবার ইডির তলব। শিশুপুত্রকে নিয়ে রুজিরার হাজিরা। মহিলা অফিসার নিয়ে এল বিশেষ তদন্তকারী দল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram