Durga Puja 2023: কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া, শেষবেলায় পুজো মণ্ডপে মানুষের ঢল
Continues below advertisement
কাশফুলের ঝাঁকে মন খারাপের হাওয়া। আজ মহানবমী। না পোহায় যেন নবমী নিশি। বাংলার ঘরে কাতর প্রার্থনা। দুপুরের দিকে কয়েক পশলা বৃষ্টি, মহানগরীর মন খারাপ করলেও, বৃষ্টির ঝোঁক একটু কমতেই, মানুষ ঝাঁপিয়ে নেমেছেন পথে। শেষবেলার আনন্দটুকু চেটেপুটে নিতে ব্যস্ত উৎসবপ্রিয় বাঙালি। পুজোর আনন্দ উসুল করতে সকাল থেকেই পথে নেমেছেন মানুষ। ফাঁকায় ফাঁকায় অনেকেই দেখে নিতে চান সেরা পুজোগুলি। উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পুজো মণ্ডপেই মানুষের ঢল।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News