Opposition Unity: পাখির চোখ লোকসভা নির্বাচন, বিজেপি বিরোধী জোটের নাম হল INDIA | ABP Ananda LIVE

ভোট আগামী বছর। কিন্তু লোকসভা ভোটের এত আগে থেকেই শুরু হয়ে গেল জোটের লড়াই। UPA নয়, বিরোধী জোটের নাম হল INDIA. যার অর্থ, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। বেঙ্গালুরুতে যখন বিরোধীরা তৎপর, তখন দিল্লিতে এনডিএ-র বৈঠকে হাজির থাকল আটত্রিশটা দল। রাহুল গান্ধী বললেন, এই লড়াই মোদির সঙ্গে INDIA-র লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আজ থেকে এটা আমরা আসল চ্যালেঞ্জ হিসেবে নিলাম। অন্যদিকে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষের সুরে বলেন, বেঙ্গালুরুতে দুর্নীতিগ্রস্তদের সম্মেলন হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola