Nandigram News: নন্দীগ্রামে সমবায় ভোট ঘিরে তুলকালাম | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: নন্দীগ্রামে সমবায় ভোটে তৃণমূল-বিজেপি প্রেস্টিজ ফাইট । শুভেন্দু অধিকারীর খাসতালুকে সোনাচূড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন । ১২ আসনের সোনাচূড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির ভোটগ্রহণ । সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু, চলবে দুপুর ২টো পর্যন্ত । অশান্তি এড়াতে মোতায়েন প্রচুর পুলিশ, এলাকায় পুলিশি টহল । বহিরাগতদের জমায়েত হঠাতে তৎপর পুলিশ

আরও খবর....

SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের বউমার নাম। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম দাগিদের তালিকায়। নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম দাগি তালিকার ৯৪৮ নম্বরে। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। 

SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের ! দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ হাইকোর্টে যাব', কমিশনের দাগি-তালিকা প্রকাশের পরেই দাবি তৃণমূল কাউন্সিলরের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola