Nandigram News: নন্দীগ্রামে সমবায় ভোটে জয় বিজেপির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নন্দীগ্রামে সমবায় ভোটে জয় বিজেপির । নন্দীগ্রাম ২ ব্লকের আমড়াতলা কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয় । ৬০টি আসনের মধ্যে ৪২টি আসনে জয় বিজেপি সমর্থিত প্রার্থীদের । ১৮টি আসনে জয় তৃণমূল সমর্থিত প্রার্থীদের
আরও খবর...
বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল 'বনাম' তৃণমূল। কল রেকর্ডিং প্রকাশ্যে এনে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। 'এলাকায় প্রোমোটিং নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ। INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মী দু'জনই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ', ২ জনের কথোপকথনের অডিও প্রকাশ করে দাবি বিজেপি নেতা সজল ঘোষের। 'INTTUC নেতা শঙ্কর রাউতের সঙ্গে কথোপকথনের অডিও', কল রেকর্ডিংয়ের সত্যতা স্বীকার যুব তৃণমূলকর্মী রাহুল জানার। এলাকার লোকেদের ভয় দেখান INTTUC নেতা, অভিযোগ যুব তৃণমূলকর্মীর । মন্তব্যে নারাজ অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত