'সিঙ্গুর ফ্লপ আন্দোলন, আমরাও যুক্ত হইনি', নন্দীগ্রাম দিবসে কটাক্ষ শুভেন্দুর
ABP Ananda Live: 'সিঙ্গুর ফ্লপ আন্দোলন', কটাক্ষ শুভেন্দুর। '১৪ মার্চ বদলে দেওয়া যায় না, ঐতিহাসিক দিন'। 'কিন্তু সিঙ্গুর ফ্লপ আন্দোলন'। 'টাটাকে তাড়ানো কোনও আন্দোলন নয়'। 'কারও সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি'। নন্দীগ্রাম দিবসে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'
নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'
কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই।