Nandigram News LIVE: নন্দীগ্রামে হাই মাদ্রাসার ভোটের মনোনয়নে উত্তেজনা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: নন্দীগ্রামে হাই মাদ্রাসার ভোটের মনোনয়নে উত্তেজনা । সিপিএমের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধার অভিযোগ । সিপিএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ । মারধরের ঘটনায় আহত বেশকয়েকজন সিপিএম কর্মী । হামলার ঘটনা অস্বীকার তৃণমূলের

আরও খবর...

যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে আদালতে পেশ । পুলিশি হেফাজতের মেয়াদ শেষে আলিপুর আদালতে পেশ । জামিনের আবেদন করা হবে, জানালেন হিন্দোলের আইনজীবী । বুধবার দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হিন্দোল মজুমদার । যাদবপুরের প্রাক্তনী হিন্দোল বর্তমানে স্পেনে গবেষণারত । শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় গ্রেফতার হন হিন্দোল । ট্রানজিট রিমান্ডে এনে আলিপুর আদালতে পেশ করে পুলিশ । হিন্দোলকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । পুলিশি হেফাজতের মেয়াদ শেষে হিন্দোলকে ফের আদালতে পেশ ।

পুলিশকে কুকথাকাণ্ডে এবার আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল। আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলেন অনুব্রত।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে উঠল ‘চোর‘ স্লোগান। তৃণমূল কাউন্সিলরকে দেখে উঠল ‘চোর‘ স্লোগান। রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। সোনারপুরের জগদ্দল এলাকার স্কুলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। সেখান যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও পুর পারিষদ সোনালি রায়। তাঁকে দেখে ‘চোর‘ স্লোগান কর্মসূচিতে আসা মানুষজনের। 'তৃণমূল কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত' । নানান অন্যায় কাজে মদত দেন তৃণমূল কাউন্সিলর, দাবি স্থানীয়দের। এটা সরকারি অনুষ্ঠান, বিক্ষোভের ঘটনা সাজানো, দাবি তৃণমূল কাউন্সিলরের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola