RG Kar News: কেন গিয়েছিলেন কুণাল ঘোষের সঙ্গে কথা বলতে? কী বললেন, ডক্টর বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আমি জুনিয়র ডাক্তারদের কুর্নিশ জানাই যেভাবে তাঁরা এই অনশন ধর্মঘটটা চালিয়ে গেছে ১৭ দিন ধরে। ৩জন তো ১৭ দিন ধরে জল খেয়ে অনশনে ছিলেন। ৭৫ দিন হয়ে গেল আন্দেলন চালাচ্ছে, তার সঙ্গে জনগণ ও সিনিয়র ডাক্তারদের সমর্থনে। এটাকে আমি কুর্নিশ জানাই', বললেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়।

আরও খবর..

বীরভূমের পর এবার মালদা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারের তরফে আবাস যোজনার তালিকা করতে গিয়ে, হরিশ্চন্দ্রপুর এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক আধিকারিকরা। গ্রামবাসীদের পাশাপাশি আবাস যোজনার সমীক্ষকদের উদ্দেশে গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয় তৃণমূল নেতারাও। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় আবাস যোজনা তালিকায় নাম থাকা যোগ্যদের বদলে নাম ঢোকানো হচ্ছে অন্যদের। হরিশ্চন্দ্রপুরের তালসুর গ্রামের পাশাপাশি একই অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হল সুলতাননগর, ইসলামপুর, দৌলতপুর, সাদলিচক-সহ একাধিক জায়গায়। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে নিজেদের লোক ঢোকাতে চাইছে তৃণমূল বলে একসুরে কটাক্ষ করেছে বাম-বিজেপি। যদিও রাজ্যের তৈরি আবাস তালিকায় গরমিলের অভিযোগ উড়িয়ে দিয়েছে মালদার তৃণমূল নেতৃত্ব।

৬ কেন্দ্রে উপনির্বাচনে মোতায়েন করা হবে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সিতাই: মোতায়েন করা হবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মাদারিহাট: মোতায়েন করা হবে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নৈহাটি: মোতায়েন করা হবে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হাড়োয়া: মোতায়েন করা হবে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মেদিনীপুর: মোতায়েন করা হবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তালডাংরা: মোতায়েন করা হবে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও মোতায়েন করা হবে একই সংখ্যর কুইক রেসপন্স টিম। থাকবে পর্যাপ্ত রাজ্য পুলিশও, খবর নির্বাচন কমিশন সূত্রের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram