Bad Road: রাস্তায় নরক যন্ত্রণা, এবিপি আনন্দে সম্প্রচারের পরেই হুঁশ ফিরল প্রশাসনের!
ABP Ananda LIVE: এবিপি আনন্দে সম্প্রচারের পরেই হুঁশ ফিরল প্রশাসনের! নারায়ণগড়ে রাস্তায় নরক যন্ত্রণা, অবশেষে শুরু মাপজোক । রাস্তা মাপার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে শুরু হয় মাপজোক। কিনতু, এতদিন এই উদ্য়োগ কোথায় ছিল? হৃদরোগে আক্রান্ত একজন বয়স্ক মানুষকে আজ যে যন্ত্রণা, যে দুর্ভোগের মধ্য়ে দিয়ে যেতে হল, সেই দায় কি প্রশাসন এড়াতে পারে?
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে। ২০২৪ সালে এই এলাকায় রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে, খবর স্থানীয় সূত্রে। দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা, এমনই অভিযোগ স্থানীয়দের। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়, খবর স্থানীয় সূত্রে।