Narendra Modi: 'তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে', তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়ালেন মোদি
ABP Ananda LIVE: 'তৃণমূল(tmc) সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে'। 'কিন্তু বাংলার(WEST BENGL) বিকাশ হলেই দেশের বিকাশ হবে'। 'কিন্তু তার জন্য ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে'। 'এখন তৃণমূলের অর্থ হল তু, ম্যায় অউর করাপশন'। দুর্নীতি থেকে সন্দেশখালি(SANDESKHALI), কৃষ্ণনগরের(krishnanagaer) সভায় তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়ালেন মোদি। বাংলায় টার্গেট ৪২-এ ৪২।
Tags :
Sandeshkhali ABP Ananda LIVE LokSabha Election 2024 Sandeshkhali Chaos NArendra Modi Krishnagar BJP Meeting