Narendra Modi : প্রধানমন্ত্রীর ৭২ তম জন্ম দিবস, ঝাড়ু হাতে রাস্তায় দিলীপ
প্রধানমন্ত্রীর ৭২ তম জন্ম দিবস উপলক্ষে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশনের বগদা এলাকায় স্বচ্ছ ভারত অভিযান চালায় BJP। বগদা এলাকায় রাস্তায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঝাড়ু দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ।
#NarendraModi #HappyBirthdayPMModi #DilipGhosh