Narendra Modi: চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি | ABP Ananda LIVE
চাঁদে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস, চাঁদের দেশে ভারত। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে ভারত। নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। সারা দেশের যাবতীয় প্রার্থনা সার্থক হল। অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমার প্রিয় পরিবার, যখন আমাদের চোখের সামনে এইরকম ইতিহাস গড়তে দেখলাম, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রজীবনের চিরঞ্জীব চেতনায় রূপ পায়। এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। এই সফলতাই মূলত যাবতীয় মুশকিলের মহাসাগরকে পার করে নিয়ে যাবে।আজকে আমরা নতুন ভারতের নয়া উড়ানের সাক্ষী হলাম।'