Narendra Modi: ৫০ দিন পর আজ রাজ্যে প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ৫০ দিন পর আজ রাজ্যে প্রধানমন্ত্রী।  দুর্গাপুরে জোড়া সভা করবেন মোদি। গতকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে। বুধবার রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার দু'দিনের মাথায় রাজনৈতিক কর্মসূচি মোদির। আজ  দুর্গাপুরে জোড়া সভা করবেন নরেন্দ্র মোদি। একটি সরকারি অনুষ্ঠান, আরেকটি রাজনৈতিক সভা। শুক্রবার দুপুর ২ টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি।

আরও খবর...

পাখির চোখ ২৬। বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। কোমর বেঁধে প্রচার যুদ্ধে নেমেছে যুযুধানেরা। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন উপলক্ষ্যে মহাসমাবেশ। তার আগে আজ, শুক্রবার বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে জোড়া সভা তাঁর। তুমুল তৎপরতা বঙ্গ বিজেপি শিবিরে। 

শুক্রবার দুপুর ২ টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola