Narendra Modi: 'কেন্দ্র নদীবাঁধের টাকা দিয়েছে, সেই টাকা আত্মসাৎ করেছে তৃণমূল', বিস্ফোরক মোদি
কেন্দ্র নদীবাঁধের টাকা দিয়েছে, সেই টাকা আত্মসাৎ করেছে তৃণমূল। শেষ দফার ভোট প্রচারে এসে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, এই অঞ্চলে নদী ভাঙন রুখতে আমাদের সরকার টাকা পাঠায়। ওই টাকা তৃণমূল খেয়ে নিয়েছে। এদের একটাই লক্ষ্য, এদের প্রত্যেকটা জিনিসে কাটমানি চাই। এদের তো কাটমানি চাই। গরিবের রেশনে, পিএম আবাসে, বাচ্চাদের মিড ডে মিলেও কাটমানি চাই। কাটমানি চাই। পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্র কোনও সহায়তাই করেনি। এরইমধ্য়ে বুধবার, সন্দেশখালিতে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।