Narendra Modi: 'মহিলাদের সুরক্ষা, সুবিধা, ক্ষমতায়নই মোদির গ্যারান্টি', মন্তব্য মোদির। ABP Ananda Live

Continues below advertisement

West Benmgal News: 'কলকাতা শহরের মেট্রো (Kolkata Metro) দেখেই সারা দেশে মেট্রো রেল তৈরি হয়েছে', 'ছোটবেলায় কলকাতায় এসে মেট্রো রেল দেখতে চেয়েছিলাম', '৪০ বছরে ২৮ কিমি মেট্রো রেল চলাচল করেছে', 'কিন্তু বিজেপি জমানায় গত ১০ বছরে আরও ৩১ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে', 'গত ১০ বছরে বিজেপি সরকার বাংলা তথা দেশের উন্নতিতে সততার সঙ্গে কাজ করেছে', 'সেই কাজ দেখেই গোটা দেশ বলছে, 'এইবার ৪০০ পার'','ইন্ডিয়া জোট সম্পূর্ণ ভাবে ভারসাম্য হারিয়েছে', 'এখন আমার পরিবার নিয়েও কথা বলছে ইন্ডিয়া জোটের দুর্নীতিপরায়ণরা','ওঁরা জানতে চায়, মোদির পরিবার কোথায়?', 'পরিবারবাদীরা এখানে এসে দেখে যাক, এটাই আমার পরিবার', 'বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার','মোদির কষ্ট হলে, এই মা-বোন-মেয়েরা কবচের মতো রক্ষা করে', 'আমার জন্য বাংলার মা-বোন বলেন, 'আমিই মোদির পরিবার'', বারাসাতের সভা থেকে বার্তা মোদির (Narendra Modi) । ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram