Narendra Modi: কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়: মোদি

ABP Ananda LIVE: নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রীর ‘উন্নয়নের গতি বাড়াতে বাড়াতে হবে’ । ‘কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়’ ।প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত' । 'প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে' । এটাই ১৪০ কোটি ভারতবাসীর আশা’ । নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে মন্তব্য বার্তা মোদীর

আরও খবর...

বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল 'বনাম' তৃণমূল। কল রেকর্ডিং প্রকাশ্যে এনে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। 'এলাকায় প্রোমোটিং নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ। INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মী দু'জনই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়ে INTTUC নেতা ও যুব তৃণমূলকর্মীর বিবাদ', ২ জনের কথোপকথনের অডিও প্রকাশ করে দাবি বিজেপি নেতা সজল ঘোষের। 'INTTUC নেতা শঙ্কর রাউতের সঙ্গে কথোপকথনের অডিও', কল রেকর্ডিংয়ের সত্যতা স্বীকার যুব তৃণমূলকর্মী রাহুল জানার। এলাকার লোকেদের ভয় দেখান INTTUC নেতা, অভিযোগ যুব তৃণমূলকর্মীর । মন্তব্যে নারাজ অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola