Narendra Modi : 'জঙ্গি ও জঙ্গিদের আশ্রয়দাতাদের আলাদা ভাবব না', পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'পরমাণু হামলা নিয়ে ব্ল্যাকমেলিং সহ্য করব না' । সন্ত্রাস চালালে কড়া জবাব' 'জঙ্গি ও জঙ্গিদের আশ্রয়দাতাদের আলাদা ভাবব না' । 'রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না' । সিন্ধু চুক্তি স্থগিত রাখা নিয়ে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর । সিন্ধু জলচুক্তিতে উপকৃত হয়েছে পড়শি দেশ, ক্ষতি হয়েছে ভারতের, এই চুক্তি দুর্ভাগ্যপূর্ণ' । ৫০ বছর আগেই ভারতে সেমি কন্ডাক্টর কারখানা হওয়ার কথা ছিল, আটকে ছিল ফাইল' । গরিবি হটানোর স্লোগান অতীতে শুনে ক্লান্ত হয়ে গেছিল দেশ, কাজে কিছুই হয়নি । আমাদের আমলে ২৫ কোটি গরিব, দারিদ্ররেখা থেকে উপরে উঠেছেন' । জরুরি অবস্থার ৫০ বছর চলছে, সংবিধান ধ্বংস করেছে যারা সেই পাপীদের ছাড়া ঠিক হবে না' । নাম না করে বিভিন্ন ইস্যুতে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর সমালোচনা প্রধানমন্ত্রীর
আরও খবর...
ব্যারাকপুরে বেহাল পুর পরিষেবা, প্রতিবাদে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার , কৌস্তভ বাগচীর নেতৃত্বে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ , বিক্ষোভের জেরে অবরুদ্ধ ওল্ড ক্যালকাটা রোডের আনন্দপুরী এলাকা, রাস্তা আটকে যাওয়ায় পুলিশের বাধা, ধস্তাধস্তি, লাঠিচার্জ পুলিশের। কৌস্তভ বাগচীকে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের মারে গুরুতর আহত, দাবি কৌস্তভ বাগচীর।
কলকাতা মেট্রোর সুড়ঙ্গপথে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার! ফের মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। রাত ২.১৫ নাগাদ পার্ক স্ট্রিট ও ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গ থেকে যুবকের দেহ উদ্ধার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটার দূরে সুড়ঙ্গে পড়েছিল দেহ। RPF-এর হেল্পলাইন মারফত খবর পায় নিউ মার্কেট থানা, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। কীভাবে ওই যুবক মেট্রোর সুড়ঙ্গে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।