Narendra Modi: বাংলাদেশি অনুপ্রবেশ এবং বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলকে নিশানা নরেন্দ্র মোদির | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বাংলাদেশি অনুপ্রবেশ এবং বাঙালি অস্মিতা--- দুর্গাপুরের সভা থেকে, জোড়া ইস্য়ুতে তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে। পাল্টা বিজেপি শাসিত রাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। যদিও, শুক্রবার পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী বলেন, বিজেপির জন্য় বাংলা অস্মিতা সবার ওপরে।

আরও খবর....

নরেন্দ্র মোদির সামনে বিজেপি নিরুপায়। তিনি না থাকলে ১৫০ আসনও পাবে না বিজেপি। বিরোধী শিবিরের কোনও নেতা নন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবার এমনই মন্তব্য করলেন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও মোদিকে সামনে রেখেই বিজেপি-র এগনো উচিত বলে মত নিশিকান্তর। তাঁর এই মন্তব্য ঘিরে জোর চর্চা বিজেপি-র অন্দরেও। (Narendra Modi)

বরাবরই বিতর্কিত মন্তব্য়ের জন্য পরিচিত নিশিকান্ত। মূলত বিরোধীদেরই এতদিন বিঁধতেন তিনি। তবে নিজের দল সম্পর্কে মন্তব্য করে এবার খবরে উঠে এলেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। আর তাতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নিশিকান্ত। (Nishikant Dubey)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola