Narendra Modi: 'TMC যাবে, তবেই আসল পরিবর্তন আসবে'; বললেন নরেন্দ্র মোদি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'উন্নয়নের জন্য বাংলায় বিজেপি সরকার আসা প্রয়োজন' । তৃণমূল যাবে, বিজেপি আসবে'....বাংলায় বললেন নরেন্দ্র মোদি । 'জাগো, ওঠো নবজীবনের গানে, নব আলো জ্বালাও প্রাণে প্রাণে'...বাংলায় বললেন নরেন্দ্র মোদি । 'বাংলায় সত্যিকারের পরিবর্তন প্রয়োজন, নতুন আলোর প্রয়োজন' । 'প্রথমে কংগ্রেস, বামেদের সরকার ছিল বাংলায়' । 'এরপর ১৫ বছর আগে পরিবর্তন হয়েছিল, মা-মাটি-মানুষে ভরসা করেছিলেন মানুষ' । 'কিন্তু আগের থেকে অবস্থা আরও খারাপ হয়েছে' । 'ভর্তি দুর্নীতি, মা-বোনেদের অত্যাচার বেড়েছে, অপরাধ তৃণমূল সরকারের মুখ' । 'যতদিন বাংলায় তৃণমূল সরকার থাকবে, ততদিন বাংলার উন্নয়ন বন্ধ হয়ে থাকবে'
'এখন বাংলার সবাই বলছে টিএমসি যাবে, তখনই আসল বদল আসবে' । 'টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে'....বাংলায় বললেন নরেন্দ্র মোদি
আরও খবর...
১৮ জুলাই দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদির মুখে শোনা গেছিল জয় মা কালী, জয় মা দুর্গার স্লোগান। আজ দমদমের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে বারবার ঘুরে ফিরে এল বাংলার সংস্কৃতি, বাংলার
পরম্পরা ও বাংলার মণীষীদের প্রসঙ্গ। বললেন, এই মাটি নবজাগরণের কেন্দ্র। একইসঙ্গে দাবি করলেন, বিজেপি সরকার গর্বের সঙ্গে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে সশক্তিকরণের জন্য
লেগে রয়েছে। পাশাপাশি এদিনও প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল দক্ষিণেশ্বরের কালীমন্দিরের কথা। আজ যে কৌশিকী অমাবস্যা, উল্লেখ করলেন সেটাও। দিলেন বাংলায় স্লোগান।