Sandeshkhali Incident: আজও গ্রামে গ্রামে গিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনল জাতীয় মানবাধিকার কমিশন
এবার সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। কথা বললেন বিডিও অরুণকুমার সামন্তর সঙ্গেও। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের কতগুলি অভিযোগ জমা পড়েছে। তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে জানতে চান তাঁরা। গতকাল সন্দেশখালি থানায় বৈঠক করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। গতকালের পর আজও গ্রামে গ্রামে গিয়ে বাসিন্দাদের অভিযোগও শোনেন তারা।
Tags :
Meenakshi Mukherjee SandeshKhali News Sandeshkhali Chaos SandeshKhali Incident National Human Rights Commission Visits Sandeshkhali