Sandeshkhali Update: গ্রামে গিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা, সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসনের দাবি জাতীয় তফশিলি কমিশনের
এবার সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলল জাতীয় তফশিলি কমিশন। এদিন একাধিক গ্রামে গিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলে কমিশনের ১০ সদস্য়ের প্রতিনিধি দল। শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে, এনিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবেন তাঁরা। যদিও কমিশনের রাষ্ট্রপতি শাসনের দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
Tags :
President Rule Sandeshkhali Update SK Shahjahan SandeshKhali Incident National Schedule Caste Commission