Sandeshkhali Incident: এবার সন্দেশখালি যাচ্ছে জাতীয় আদিবাসী কমিশন

Continues below advertisement

এবার সন্দেশখালি যাচ্ছে জাতীয় আদিবাসী কমিশন । রাতেই কলকাতায় এলেন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান। মুখ্যসচিব, ডিজিপিকে চিঠির মধ্যেই কাল সরেজমিনে পরিদর্শন। 'কী পদক্ষেপ সন্দেশখালিকাণ্ডে, জানাতে হবে ৩ দিনের মধ্যে'। '৩ দিনের মধ্যে জবাব না মিললে আইন অনুযায়ী ব্যবস্থা'। মুখ্যসচিব, ডিজিপির জবাব তলব করে চিঠি জাতীয় এসটি কমিশনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram