Sandeshkhali:'পুলিশকে দিয়ে কাজ করাতে হলে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই', বার্তা জাতীয় মহিলা কমিশনের
ABP Ananda LIVE: সরেজমিনে সন্দেশখালি (Sandeshkhali) দেখার পরে রাজ্যপালের (Governor) কাছে জাতীয় মহিলা কমিশন (National Commission for Woman)। 'পুলিশকে দিয়ে কাজ করাতে হলে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই', রাজধর্ম পালন করুক পুলিশ, রাজভবনে গিয়ে কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের। 'অভিযোগ-পাল্টা অভিযোগ না করে পদক্ষেপ নিন। সন্দেশখালির স্বাভাবিক করাটাই আমার প্রাথমিক লক্ষ্য', সন্দেশখালিতে শান্তি ফেরানোটাই আমার লক্ষ্য: রাজ্যপাল