Nausad Siddique:ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতেই ISF কর্মীদের হুমকি TMC-র:নৌশাদ সিদ্দিকি

Continues below advertisement

ABP Ananda LIVE: 'ডায়মন্ড হারবার (Diamond Harbour)  কেন্দ্রে প্রার্থী হব ঘোষণা করতেই আইএসএফ  (ISF)কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল'(TMC)। অভিযোগ ভঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। 'অভিষেকে বিরুদ্ধে যাতে প্রার্থী না হই, সেজন্য আমার পরিবারকেও ম্যানেজ করার চেষ্টা তৃণমূলের'।' আমাকে সামনাসামনি কেউ এসে বলেনি, পরিবারকে ম্যানেজ করার চেষ্টা তৃণমূলের'। 'ডায়মন্ড হারবার মডেলের পিছনে যেটা আসল ছবি, সেটা প্রকাশেয আনা দরকার'। 'সেজন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছি'। হুঙ্কার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nausad Siddique।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram