Naushad Siddiqui: 'অনেক বেশি টাকার টোপ এসেছিল তৃণমূলের কাছ থেকে', বিস্ফোরক দাবি নৌশাদ সিদ্দিকির | ABP Ananda LIVE
এক দু কোটি নয়, অনেক বেশি টাকার টোপ এসেছিল তৃণমূলের কাছ থেকে। দেওয়া হয়েছিল মন্ত্রিত্বের টোপও। শেষমেষ ভয়ও দেখানো হয়। কিন্তু কোনও শর্তেই তৃণমূলের কাছে আত্মসমর্পণ করব না। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বললেন, বায়রন সচ্ছল, হয়তো টাকা নয়, ওকে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছে।