Naushad Siddique: ধর্মতলাকাণ্ডে আজ ফের নৌশাদকে নগর দায়রা আদালতে তোলা হল | ABP Ananda LIVE
Continues below advertisement
ধর্মতলাকাণ্ডে (Dharmatala) নিউ মার্কেট (New Market) থানার মামলায়, আজ ফের আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddique) নগর দায়রা আদালতে তোলা হল। নিউ মার্কেট (New Market) থানার মামলায় পুলিশি হেফাজতে ছিলেন ভাঙড়ের (Bhangar) বিধায়ক। নৌশাদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধাদান-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় নৌশাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে নিউ মার্কেট থানার পুলিশ। হেয়ার স্ট্রিট থানা ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার মামলায় পুলিশ হেফাজত শেষে আইএসএফ বিধায়ককে হেফাজতে পেতে এর আগে নগর দায়রা আদালতে আবেদন জানায় নিউ মার্কেট থানার পুলিশ। সেই মামলায় ৩ দিনের পুলিশ হেফাজত শেষে আজ ফের নৌশাদ সিদ্দিকিকে আদালতে পেশ করা হল।
Continues below advertisement