Naushad Siddiqui: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে এবার জেল হেফাজতে নৌশাদ সিদ্দিকি, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
ধর্মতলায় (Dharmatala Incident) ধুন্ধুমারকাণ্ডে এবার জেল হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। জামিনের আবেদন জানিয়ে তিনি ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছেন। তাই আজ আদালতে জামিনের আবেদন জানাননি নৌশাদ। তবে নৌশাদের ফের পুলিশ হেফাজতের আবেদন গ্রাহ্য করেনি আদালত। ভাঙড়ের বিধায়কের জেলবন্দি দশা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।