Naushad Siddiqui-CPIM: ভোটের আগে শেষ মুহূর্তে জোট ভাঙলেন নৌশাদ, কটাক্ষ বামেদের
Continues below advertisement
ডায়মন্ড হারবারে না দাঁড়ানো এবং শেষ মুহূর্তে জোট ভেঙে দেওয়া নিয়ে, এবার ISF-কে কটাক্ষ করল বাম-কংগ্রেস। বৃহস্পতিবার জোট ভাঙার জন্য় বামেদের দায়ী করেছিলেন নৌশাদ সিদ্দিকি। শুক্রবার তারও জবাব দিয়েছেন বিমান বসু, মহম্মদ সেলিমরা। এদিন ডায়মন্ড হারবারের পাশাপাশি ব্য়ারাকপুর, বসিরহাট, বারাসাত এবং ঘাটালে প্রার্থী ঘোষণা করেছে বামেরা।
Continues below advertisement